January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 4th, 2024, 3:49 pm

কুমিলায় ২ কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক ও হেলপার নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে বিকল কাভার্ডভ্যানের পেছনে আরেকটি কাভার্ডভ্যানের ধাক্কায় চালক মো. সাগর ও হেলপার বেলাল হোসেন নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ঝিনাইহাট এলাকার বড়গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম লোকমান হোসাইন বলেন, ঢাকাগামী কাভার্ডভ্যানটির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। পরে গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে চালু করার জন্য যে গাড়িটি ছিল সেটিকে পেছন থেকে আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে বিকল কাভার্ডভ্যানের চালক ও সহকারী দুই গাড়ির মাঝখানে পড়েন। স্থানীয় জনগণ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে কাভার্ডভ্যানসহ নিহত চালক ও সহকারীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

—–ইউএনবি