January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 21st, 2023, 7:37 pm

কুমিল্লায় আ.লীগ নেতা এনামুল হক হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেপ্তার

কুমিল্লার আদর্শ উপজেলার উত্তর দুর্গাপুরের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক হত্যাকাণ্ডের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লৌহগং এলাকা থেকে আসামিদেরকে গ্রেপ্তার করেছে কুমিল্লা ডিবি পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কাজী আমানউল্লাহ ও আবু সাঈদ।

এর আগে এই হত্যাকাণ্ডের অপর দুই আসামি কাজী নিজাম উদ্দীন ও জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গত ১৯ মে স্থানীয় একটি মসজিদে জুম্মার নামাজ শেষে বাড়ি যাবার পথে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আবদুল অদুদ বাদী হয়ে এজাহার নামীয় ১০ জনসহ অজ্ঞাত পাঁচ থেকে ছয়জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।

গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করে রিমান্ড প্রার্থনা করা হবে।

রবিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালযের সম্মেলন কক্ষে পুলিশ সুপার আবদুল মান্নান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

—-ইউএনবি