কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
রবিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।
নিহতরা হলেন, দাউদকান্দির কালাঘোনা দক্ষিণ নগর গ্রামের মৃত চিত্তরঞ্জন মন্ডলের ছেলে পীযুষ মণ্ডল (২৮), আনুয়াখোলা এলাকার মৃত শরাফাত উল্লাহর স্ত্রী জাহানারা বেগম (৫৫), আনোয়ার খোলা এলাকার মৃত শরাফাত উল্লাহর ছেলে মোহাম্মদ শফিউল্লাহ (২৪), দক্ষিণ নগর এলাকার মোহাম্মদ রুহুল আমিনের ছেলে মো. মনির হোসেন (৩৫) এবং ধরজ খোলা এলাকার মোহাম্মদ অহিদের ছেলে মোহাম্মদ ইসমাইল (৩৮)।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, দাউদকান্দির গৌরীপুরগামী অটোরিকশাটি মহানন্দ এলাকায় পৌঁছালে বিপরীতমুখী কচুয়াগামী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ অটোরিকশার ৫ যাত্রীর লাশ উদ্ধার করেছে।
আহতদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, গাড়ি দুটি আটক করা হয়েছে। লাশগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও