January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 16th, 2023, 7:50 pm

কুমিল্লায় ছাত্রীকে ‘যৌন হয়রানির’ অভিযোগে প্রধান শিক্ষক আটক

কুমিল্লার দেবিদ্বারে দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ ঘটনায় তাকে আটক করা হয়।

বুধবার বিকাল থেকে দেবিদ্বার উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ করেন।

এ সময় বিক্ষুব্ধ জনতা প্রধান শিক্ষক মোক্তল হোসেন ও তার জামাতার ব্যবহৃত দুটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা ও বিদ্যালয় শ্রেণিকক্ষের কিছু দরজা ভাঙচুর করা হয়।

রাত সাড়ে ৯টার দিকে দেবিদ্বার-বিপাড়া (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আমিরুল্লা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ঘটনাস্থলে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্য সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

রাত ৮টার দিকে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে এবং ১০-১২ জন গুরুতর আহত হন।

আহতদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ওই ছাত্রীর সঙ্গে এ ঘটনা ঘটে বলে শিক্ষার্থী ও স্থানীয়রা জানিয়েছেন।

বিকালে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী তার বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং তাকে প্রত্যাহারের দাবি জানায়।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুনসহ বিদ্যালয়ের অন্যান্য সদস্য, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি।

প্রধান শিক্ষকের পক্ষে কিছু লোক এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। শিক্ষার্থী নাঈম খন্দকার, মো. নাঈম ও জাহিদুল ইসলাম জানান, হামলায় অন্তত ২৫-৩০ জন শিক্ষার্থী আহত হয়েছে।

আহত শিক্ষার্থীদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা সবাই ওই স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী বলে তারা জানায়।

পুলিশ, এলাকাবাসী ও শিক্ষার্থীরা জানায়, মোক্তল বিভিন্ন সময় ছাত্রীদের যৌন হয়রানি করতেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোক্তল বলেন, ‘এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।

এএসপি ও দেবিদ্বার থানার ওসিকে মন্তব্যের জন্য বেশ কয়েকবার ফোন করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

—-ইউএনবি