Saturday, January 3rd, 2026, 8:21 pm

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে  বিদেশি পিস্তলসহ আটক-১

মুরাদনগর( কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা সদর পাঁচথুবী বিষ্ণপুর এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ জসিম উদ্দিন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাতে জেলার সদর উপজেলার  পাঁচথুবী ইউপির বিষ্ণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামি মো: জসিম (৪০) সদর উপজেলার পাঁচথুবী ইউপির বিষ্ণপুর গ্রামের বাসিন্দা।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার পাঁচথুবী ইউপির বিষ্ণপুর বাংলাদেশ-ভারত সীমান্তের অদূরে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি ফোর্স সন্ত্রাসী জসিম উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এসময় আমেরিকার তৈরি একটি অত্যাধুনিক প্রযুক্তির ৭.৬৫ এমএম পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭টি মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ জানান, নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে অস্ত্রটি ব্যবহারের পরিকল্পনা ছিল। যারা নির্বাচনকে কেন্দ্র করে এসব অস্ত্র সংগ্রহ করছে তাদেরকে গোয়েন্দা নজরদারি আওতায় আনা হচ্ছে। কোনো অস্ত্রধারী সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।