কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত মধ্যরাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া।
তিনি বলেন, ‘তিশা পরিবহনের কয়েকটি বাস মহাসড়কের আইরিশ হিল রেস্টুরেন্টের সামনে দাঁড়ানো ছিল। রাত ৩টার দিকে খবর পাই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।’
ওসি বলেন, ‘আগুনের ঘটনায় ৩টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা করছি। হরতালকে সামনে রেখে এমন অগ্নিকাণ্ড ঘটানো হতে পারে।’
—-ইউএনবি
আরও পড়ুন
নুরকে প্রধান উপদেষ্টার ফোন, তদন্তের আশ্বাস
পাগলা মসজিদের দানবাক্সে সাড়ে ৪ ঘণ্টায় মিললো সাড়ে ৮ কোটি টাকা
জরুরি বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা