Friday, March 15th, 2024, 7:40 pm

কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষে এক জনের মৃত্যু

কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অর্ণব নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার দুপুরে কুমিল্লা নগরীর শাসনগাছা লেগুনা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ ও ময়নামতি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত অর্নব (৩০) স্থানীয় মো. আজহারের ছেলে।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, লেগুনা স্ট্যান্ড নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় গোলাগুলি শুরু করলে অর্ণব নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

নিহত ব্যক্তি কোনো গ্রুপের সদস্য ছিলেন কি না তা শনাক্ত করা যায়নি বলে জানান ‍ওসি।

—–ইউএনবি