January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 14th, 2024, 10:10 pm

কুমিল্লায় নকল চিপস কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

কুমিল্লায় নকল চিপস উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা ও বিএসটিআই।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে যৌথ এই অভিযান চালানো হয়।

বিএসটিআই কুমিল্লার উপপরিচালক (সিএম) কে এম হানিফ বলেন, মেসার্স রবি ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠান বিএসটিআই থেকে তিনটি পণ্যের লাইসেন্স নিয়ে প্রসিদ্ধ ব্রান্ডের আরও ৮টি পণ‌্য নকল করে মোড়কজাত করে বিক্রি করছে।

তিনি আরও বলেন, নকল মোড়কজাত পণ্যের মধ্যে হুবহু বোম্বের সুইটস কোম্পানির মতো রিং চিপস, পটেটো চিপস ও লেইজার চিপস। একইসঙ্গে প্রাণ কোম্পানির জিরোস চিপসের আদলে জোরস চিপস নাম দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে। ফলে মিথ‌্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করায় এক লাখ টাকা জরিমানা করা হয় এবং নকল চিপ‌সের মোড়‌কের ৫‌টি রিল জব্দ ক‌রে পুঁড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) হাফিজুর রহমান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন এবং জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

—–ইউএনবি