ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের বসন্তপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে ৫ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ মে) ভোরে দুর্ঘটনাটি ঘটেছে।
হাইওয়ে পুলিশের মিয়াবাজার ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বলেন, ঢাকা থেকে কক্সবাজারগামী রিলাক্স পরিবহন নামের বাসটি বসন্তপুর পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
এতে বাসটির ৫ জন যাত্রী নিহত হন। আহত হয়েছেন ১৫ জন। আহতদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে দূর্ঘটনার খবর পেয়ে চৌদ্দগ্রামের দমকল বাহিনীর কর্মীরা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে বাসটি ও আহত ও নিহতদের উদ্ধার করে।
—–ইউএনবি
আরও পড়ুন
তৃতীয় দফায় যে দেশের মুখোমুখি হচ্ছে ওয়াশিংটন-তেহরান
কুমিল্লায় ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদল-এনসিপির যৌথ মিছিল
এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের সঙ্গে এনসিপির বৈঠক