ভারতের ত্রিপুরায় গোমতী নদীর উৎপত্তিস্থলে ভারী বৃষ্টিপাত হওয়ায় নদীর পানি বেড়ে গিয়ে কুমিল্লায় পানিবন্দি হয়ে পড়েছে শত শত মানুষ। যেকোনো সময় বিপৎসীমা অতিক্রম করতে পারে নদীর পানি।
কুমিল্লা নগরীর অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়াও চর এলাকাগুলো প্লাবিত হয়ে বাড়িঘর তলিয়ে গেছে।
নষ্ট হয়ে গেছে ৪ হাজার একর ফসলি জমির সবজি ক্ষেত।
কুমিল্লা সদর উপজেলার কটকবাজার থেকে দাউদকান্দি পর্যন্ত ৮৫ কিলোমিটার গোমতী বাঁধের দুর্বল অংশ ভেঙে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
গোমতী নদীর দুই তীরের ভঙ্গুর স্থানগুলো মেরামতের কাজ চলছে বলে জানান কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান।
তিনি আরও জানান, গোমতীতে গত ১৫ বছরে উজান থেকে আসা এত পানি দেখা যায়নি।
এদিকে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৫৬ মিলিমিটার। গত তিনদিনে বৃষ্টিপাত হয়েছে ২৭৪ মিলিমিটার।
—–ইউএনবি

আরও পড়ুন
রংপুরে রিটা রহমানকে নমিনেশনের দাবিতে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন
১০ নভেম্বরের পর ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন করা যাবে না
রংপুর-১ আসনে মোকাররম হোসেন সুজনকে মনোনীত করায় ঐক্যবদ্ধভাবে উৎফুল্ল বিএনপি নেতাকর্মী