কুমিল্লায় বকেয়া বেতন-ভাতার দাবিতে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ডেনিম প্রসেসিং প্ল্যান্ট নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার(২ জানুয়ারি) কুমিল্লার চান্দিনা বেলাশ্বর এলাকায় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ করে শ্রমিকরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয় সড়কে।
পরে কর্তৃপক্ষের আশ্বাসে সড়ক থেকে সরে যায় শ্রমিকরা।
ডেনিম প্রসেসিং প্ল্যান্টের শ্রমিক কাকলী আক্তার বলেন, কারখানা কর্তৃপক্ষ আমাদের বেতন দিচ্ছে না। গত তিন মাস ধরে তারা আমাদের দুর্দশার কথাও শুনছেন না। তাই আমরা বাধ্য হয় মহাসড়কে নামছি।
ডেনিম প্রসেসিং প্ল্যান্টের জরুরি নম্বরে কল করলে রিসিভ করে পরিচয় না দিয়েই বলেন, এই বিষয়ে তাদের কোন বক্তব্য নেই।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ সানজুর মোর্শেদ বলেন, গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। এখন যানজট নেই। তবে সড়কে সামান্য ধীরগতি আছে।
—-ইউএনবি
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত