January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 23rd, 2024, 2:54 pm

কুমিল্লায় বাসচাপায় ২ শিশুসহ নিহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির রায়পুরে বাসের চাপায় ২ শিশুসহ ৪ জন নিহত হয়েছেন।

সোমবার (২২ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে উপজেলার রায়পুরে মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস তাদের ৪ জনকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে চিকিৎসক দুই নারী ও এক শিশুকে মৃত ঘোষণা করেন। অপর এক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। বাসটিকে এখনও আটক করা যায়নি। চালককে আটক করতে অভিযান চালানো হচ্ছে।

—-ইউএনবি