কুমিল্লায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বুড়িচংয়ের ফরিজপুর এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ আবু নাঈম পার্শ্ববর্তী সোন্দ্রম গ্রামের বাসিন্দা।
জানা যায়, মহাসড়কের ফরিজপুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে জনতা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাশ্ববর্তী সোন্দ্রম গ্রামের হাফেজ আবু নাঈম নামে একজন নিহত হয়।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
স্কুলে যাচ্ছে ৬ কোটি পাঠ্যবই, অনলাইনে মিলবে সব
রংপুর নবায়নযোগ্য শক্তির জন্য ঐক্যবদ্ধ: ২০২৫ সালে ১০০% নবায়নযোগ্য শক্তির বাধা অতিক্রম করে
শীতার্ত মানুষের মাঝে রংপুর মহানগর জামায়াতের শীতবস্ত্র বস্ত্র বিতরণ