কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পাঁচড়া বেপারী বাড়িতে মঙ্গলবার দিবাগত রাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ২৭ বছর বয়সী এক নারী ও তার আট বছরের ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর ভাতিজার বিরুদ্ধে।
নিহতরা হলেন- দুবাইয়ে কর্মরত বাংলাদেশি আনোয়ার হোসেনের স্ত্রী নিপা আক্তার ও তাদের ছেলে আলী আহসান মুজাহিদ।
নিপার বাবা জালাল আহমেদকে উদ্ধৃত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন যে আনোয়ার ও তার ভাই মীর হোসেনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
ওসি উদ্ধৃত করে আরও বলেন যে মঙ্গলবার রাতে নিপা ও তার ছেলে মুজাহিদ তাদের বাড়িতে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে মীর হোসেনের ছেলে মঈনুল হাসান শুভ (২২) তাদের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।
তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আহত মা ও ছেলেকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাত আড়াইটার দিকে নিপাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, মুজাহিদকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
—-ইউএনবি
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ