December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 30th, 2024, 7:43 pm

কুমিল্লায় মুরাদনগরে সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন উপদেষ্টা- আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আবুল কালাম আজাদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

আজ শনিবার (৩০ অক্টোবর) নীজ জন্মভূমিতে গণসংবর্ধিত হবেন অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা ও  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ উপলক্ষে শনিবার (৩০ অক্টোবর) দুপুর ২ টায় কুমিল্লার মুরাদনগর ডিআর সরকারি হাইস্কুল মাঠে বিশাল গণসংবর্ধনার আয়োজন করেছে মুরাদনগরবাসী । গণসংবর্ধনা অনুষ্ঠানে  স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত  উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া  বক্তব্য দেবেন । তারপর তিনি নীজ গ্রাম আকবপুরে যাবেন ।

আয়োজক কমিটি জানান, কুমিল্লার গর্ব মুরাদনগরের কৃতি সন্তান জুলাই বিপ্লবের অন্যতম নায়ক আসিফ মাহমুদ সজিব ভূইয়াকে বরণ করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রতিটি ওয়ার্ড থেকে বিপ্লবী জনতারা আসবে।  ব্যাপক  লোকের সমাগম ঘটবে। উপদেষ্টার আগমন ঘিরে গোটা উপজেলায় সাজ সাজ রব । পোস্টারিং মাইকিংসহ ব্যাপক প্রচারণা  করা হয়েছে। তরুণ এ উপদেষ্টাকে সংবর্ধনা দিতে মুখিয়ে আছেন উপজেলার  নানা শ্রেণী পেশার মানুষ। আসিফ মাহমুদের আগমনে উচ্ছ্বাসিত ছাত্র সমন্বয়ক ও আয়োজকবৃন্দ।

সূত্রে জানা গেছে, ৩০ নভেম্বর (শনিবার) ঢাকা থেকে সকালে সড়ক পথে কুমিল্লা জেলার মুরাদনগরের উদ্দেশ্যে বের হবেন।  দুপুরে মুরাদনগর  ডিআর  হাইস্কুল মাঠে স্থানীয় জনতার পক্ষথেকে গণসংবধনা অনুষ্ঠানে যোগ দিবেন। এসময় উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, স্থানীয় সরকার সচিব মোঃ নজরুল ইসলাম, উপদেষ্টার  একান্ত সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন, সহকারী একান্ত সচিব এবং উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা মোঃ মাহফুজুল হক ভূঁইয়াসহ সফরকালীন  গন্যমান্য উপস্থিত থাকবেন।

এবিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান জানান, মধ্যাহৃ ভোজের পূর্বেই মাননীয় উপদেষ্টা উপজেলার সকল কর্মকর্তাদের সাথে একটি মতবিনিময় করবেন। তারপর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন। সেখানে একটি কম্বল বিতরণ কমসূচিও রয়েছে। মুরাদনগর বাসীর পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।