February 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 1st, 2025, 2:57 pm

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে ব্যক্তির মৃত্যু নিয়ে আইএসপিআরের বিবৃতি

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

অনলাইন ডেস্ক:
কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে যৌথ বাহিনীর অভিযানে আটক মো. তৌহিদুর রহমানের (৪০) মৃত্যুর ঘটনা তদন্তে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আজ শনিবার আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। ওই সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনের জন্য উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আইএসপিআর জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাত রাত তিনটার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে যৌথ বাহিনীর অভিযানে তৌহিদুর রহমানকে আটক করা হয়। আইএসপিআর বলেছে, গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তৌহিদুর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।