মুরাদনগর( কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাজাসহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত আসামী মোঃ আলম মিয়া (৫৬) সদর উপজেলার পাচথুবী ইউপির মতিনগর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার নগরীর চকবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাজাসহ মোঃ আলম মিয়া নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম বলেন, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
ময়মনসিংহ-১ আসনে ধানের শীষ প্রতীকে চূড়ান্ত মনোনয়ন পেলেন প্রিন্স
তারেক রহমানের প্রত্যাবর্তন রংপুর সদর-৩ আসনের বিএনপির প্রার্থী সামুর নেতৃত্বে ঢাকায় যাচ্ছে রংপুরের ২০ হাজার নেতাকর্মী
হোমনায় যৌথ বাহিনীর অভিযান: দুটি পিস্তল ও বুলেটসহ একজন আটক