December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 3rd, 2024, 8:50 pm

কুমিল্লায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ-আ. লীগ কর্মীর সঙ্গে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬

কুমিল্লার চান্দিনা উপজেলায় শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মী ও পুলিশের সংঘর্ষের মধ্যে ছয় শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শেখ ফজলে রাব্বি আহতদের তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বিকেলে উপজেলার পুলিশ লাইন্স এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা।

একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করেন। এ সময় অন্তত ৫০ জন আহত হন।

শিক্ষার্থীরা কান্দিরপাড়ায় জড়ো হলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। অনেকে হামলা থেকে বাঁচতে আশপাশের বাড়িতে আশ্রয় নেন।

এদিকে চান্দিনায় সহকারী ভূমি কমিশনারের গাড়িতে আগুন ধরিয়ে দেয় কয়েকজন।

আন্দোলনকারীরা এর আগে তাদের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিলেন। কিন্তু পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তাদের সেখান থেকে জোর করে সরিয়ে দেন।

—–ইউএনবি