ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছে।
এতে আহত হয়েছে মাইক্রোবাসের আরও চার যাত্রী।
রবিবার সকাল সাড়ে ৮টায় মহাসড়কের দাউদকান্দি উপজেলার শহীদনগরে এ ঘটনা ঘটে।
নিহত দুই ব্যক্তি হলেন- মাইক্রোবাসের যাত্রী দাউদকান্দির ভবানীপুরের কৃষক বাদশা মিয়া ও কেতন্দি গ্রামের দুলাল মিয়া।
এদিকে আহতদেরকে দাউদকান্দির গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, স্থানীয় সড়কে চলাচলকারী দাউদকান্দিগামী মাইক্রোবাসকে একইমুখী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে সড়কের পাশে উল্টে পড়ে।
এতে মাইক্রোবাসের যাত্রী দাউদকান্দির ভবানীপুরের কৃষক বাদশা মিয়া ও কেতন্দি গ্রামের দুলাল মিয়া ঘটনাস্থলে মারা যায়।
তিনি আরও বলেন, নিহত দুই ব্যক্তির লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলোকে উদ্ধার করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও