January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 7th, 2023, 7:46 pm

কুমিল্লায় স্টাফ বাসে আগুন

কুমিল্লায় জিহান ফুটওয়ারের স্টাফ পরিবহনে ব্যবহৃত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির ভেতরের অংশ পুড়ে যায়।

বৃহস্পতিবার সকালে নগরীর উনাইসারে এ ঘটনা ঘটে।

বাসের চালক মো. আনিস বলেন, বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে তিনি বাসে ঘুমিয়ে ছিলেন। এ সময় খেয়াল করেন বাসে আগুন জ্বলছে। কোনো রকমে বাস থেকে বের হন তিনি।

তিনি আরও বলেন, সে সময় একজনকে দৌড়ে পালাতে দেখেন।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে কাউকে চিহ্নিত করতে পারেননি।

জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

—-ইউএনবি