January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 8th, 2024, 9:47 pm

কুমিল্লায় ৩ শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ এনে ইউপি মেম্বারের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় চুরির অপবাদে তিন শিশুকে মারধরের পর ট্রাকচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ এনে এক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।

এর আগে গত রবিবার লালমাই উপজেলায় ভূলইন দক্ষিণ ইউপির আমুয়া গ্রামে ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এই ঘটনায় বুধবার (৮ মে) লালমাই থানায় অভিযোগ দায়ের করেন শিশুর মা।

শিশুর মা বলেন, এ ঘটনায় লালমাই থানায় অভিযোগ দায়ের করেছি।

ভাইরাল হওয়া ৩ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ভূলইন দক্ষিণ ইউপির ১নং ওয়ার্ড মেম্বার আব্দুল আউয়ালসহ দুইজন পুরুষ তিনজন শিশুকে মারধর করছেন। এসময় মেম্বারের চাচা সামছুল হককেও তাদের মারধর করতে দেখা যায়।

একপর্যায়ে মেম্বার আব্দুল আউয়াল শিশুদের ট্রাকচাপা দেওয়ার জন্য পা ধরে ট্রাকের চাকার সামনে নিয়ে আসেন এবং ট্রাক চালককে উপর দিয়ে চালিয়ে দিতে বলে।

এসময় তিন শিশু কান্নাকাটি করতেছিল।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, এ ঘটনায় দুইজনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা সামছুল হককে গ্রেপ্তার করেছি।

এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

—–ইউএনবি