November 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 19th, 2025, 7:10 pm

কুমিল্লায় ৪ ডিসেম্বর হচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন,  প্রধান অতিথি ধর্মবিষয়ক উপদেষ্টা

মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ৪ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন–২০২৫। “কুরআনের সুরে গড়ে উঠুক নৈতিক সমাজ” প্রতিপাদ্য নিয়ে আয়োজন করছে আল-কুরআন একাডেমি কুমিল্লা।

মঙ্গলবার বিকালে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজক কমিটির সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন কমিটির সভাপতি আলহাজ্ব নূর উদ্দিন।

তিনি জানান, বিশ্বের পাঁচ দেশের খ্যাতনামা ক্বারীগণ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এতে থাকছেন, বাংলাদেশের শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী, মিসরের শাইখ আহমাদ আল জাওহারী, পাকিস্তানের ক্বারী আনওয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের কারী মাহদী গোলাম নেযাদ, ফিলিপাইনের ক্বারী মুহাম্মাদ নাযীর আসগার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন বিশিষ্ট আলেম মাওলানা আবদুর রাজ্জাক, আর নাশিদ পরিবেশন করবেন ওবায়দুল্লাহ তারেক, মাহমুদ হুজাইফা ও অন্যান্য শিল্পী।

সম্মেলনের আয়োজনের সঙ্গে সংযুক্ত থাকবে হিফজুল কুরআন প্রতিযোগিতা। বাছাইকৃত প্রতিযোগীদের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে বাদ যোহরের পর। বাদ আসর ও মাগরিবের পর কুরআন তিলাওয়াত, আলোচনা, নাশিদ পরিবেশনা ও দোয়া–মোনাজাত অনুষ্ঠিত হবে। বাদ এশায় আন্তর্জাতিক ক্বারীদের তিলাওয়াতের পাশাপাশি প্রধান অতিথির বক্তব্য এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

আলহাজ্ব নূর উদ্দিন বলেন, “আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের মূল লক্ষ্য হলো কুরআনের তিলাওয়াত ও তাজবিদ প্রচার, ইসলামী ভ্রাতৃত্ব ও ঐক্য সুদৃঢ় করা, তরুণ প্রজন্মকে কুরআন চর্চায় অনুপ্রাণিত করা এবং ইসলামী সংস্কৃতির সৌন্দর্য উপস্থাপন করা।”

তিনি আরও বলেন, “সংবাদমাধ্যমের মাধ্যমে সম্মেলনের বার্তা মানুষের কাছে পৌঁছালে, ঘরে ঘরে আল-কুরআনের আলো ছড়িয়ে যাবে। এ কারণে সাংবাদিকদের অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোঃ মুজাহিদুল ইসলাম, সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী, কমিটির অন্যান্য সদস্য ফয়েজ উদ্দিন, গোলাম মু. সামদানী, মুফতি ইসরাফিল বিন আহাম্মদ, ফেরদৌস ভূইয়া সায়েম ও আলী হাসান খোকা।