কুমিল্লায় পূজা মন্ডপের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়িয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে কুমিল্লা শহর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় আরও একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তির নাম নাম গোলাম মাওলা।
র্যাব সদর দপ্তরের এএসপি (মিডিয়া) ইমরান খান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ ব্যাটালিয়নের একটি বিশেষ দল সন্ধ্যায় কুমিল্লা শহরের নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে গোলাম মাওলাকে গ্রেপ্তার করে।
কোতোয়ালি থানায় করা চারটি ভিন্ন ভিন্ন মামলায় গতকাল থেকে কুমিল্লায় আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া দ্বিতীয় ব্যক্তি তিনি।
–ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন