August 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 13th, 2025, 5:59 pm

কুমিল্লার মুরাদনগরের ২নং আকুবপুর ইউপিতে চেয়ারম্যান অনুপস্থিত, নাগরিক সেবা ব্যাহত: দায়িত্বভার নিয়েও ষড়যন্ত্রের অভিযোগ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার ২নং আকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাল (শিমুল) মামলাজনিত কারণে ৪ জুলাই ২০২৫ ইং থেকে নিয়মিত পরিষদে উপস্থিত না থাকায় ইউনিয়নের সাধারণ জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

ইউনিয়নবাসীর সেবা নিশ্চিতে ১০ জুলাই ২০২৫ ইং তারিখে ইউনিয়নের ৮জন ইউপি সদস্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেন যাতে পূর্বে নির্ধারিত প্যানেল চেয়ারম্যান দুলাল মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। আইন অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার দুলাল মেম্বারকে দায়িত্ব প্রদান করেন।

তবে অভিযোগ উঠেছে, একটি কুচক্রী মহল বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মানহানিকর ও অসত্য বক্তব্য প্রচার করছে। আরও জানা যায়, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা চন্দন কুমার দাস গত এক মাস ধরে অনুপস্থিত চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে বেআইনীভাবে কাজ চালিয়ে যাচ্ছেন এবং এতে তিনি ব্যক্তিগত সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় বুধবার সকাল ১১ টায় মেটংঘর স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা। মানববন্ধনে বক্তাগন বলেন “প্রশাসনিক কর্মকর্তা ও একটি কুচক্রী মহল চাইছে ২নং আকুবপুর ইউনিয়নের জনগণ তাদের নাগরিক সেবা থেকে বঞ্চিত হোক।”

তারা মুরাদনগরের উপজেলা নির্বাহী অফিসার ও কুমিল্লার জেলা প্রশাসকের কাছে বিষয়টি গুরুত্বসহকারে দেখার অনুরোধ জানান যাতে ইউনিয়নের সাধারণ মানুষ বিনা ভোগান্তিতে নাগরিক সেবা পেতে পারেন।

মানববন্ধনে স্থানীয় জনগন অংশগ্রহণ করেন।