Friday, March 25th, 2022, 8:43 pm

কুমিল্লায় একসঙ্গে ৪ সন্তানের জন্ম!

কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন শিরিন আক্তার নামের এক নারী। বুধবার দুপুরে নগরীর মুন স্পেশালাইজড হাসপাতালে গাইনি বিভাগে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তান জন্ম দেন তিনি।

শিশুদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে সন্তান।

দম্পতি সাইফুল ও শিরিন কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার ৪নং শশীদল গঙ্গানগর গ্রামের বাসিন্দা। রাবেয়া আক্তার নামে তাদের ৭ বছরের একটি মেয়ে শিশু আছে।

নবজাতকদের বাবা সাইফুল ইসলাম জানান, গত মঙ্গলবার অসুস্থ অবস্থায় তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. নাজমা মজুমদার লিরার তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতক ভূমিষ্ট হয়। চার নবজাতকের মধ্যে দুটি শিশু সুস্থ আছে। অন্য দুটি শিশু অসুস্থ থাকায় হাসপাতালে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা.নাজমা মজুমদার লিরা বলেন, ‘বাচ্চাদের মা সুস্থ আছেন। চারটি শিশু নয় মাসে জন্ম নেয়ায় কিছুটা সমস্যা রয়েছে। চারটি শিশুর মধ্যে দুটি শিশুর ওজন তুলনামূলক কম হওয়ায় তাদেরকে হাসপাতালের শিশু ওয়ার্ডে রেখে চিকিৎসা করা হচ্ছে।

—ইউএনবি