January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 6th, 2021, 12:35 pm

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় নিহত ২

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় পথচারীসহ দুজন নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া গ্রামের হানিফ মিয়ার ছেলে জামির হোসেন (৩২) ও ধনপুর গ্রামের এরশাদ মিয়ার ছেলে মোজাম্মেল হক (৩০)।

হাইওয়ে পুলিশ জানায়, বুধবার সকালে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি সংযোগ সড়কে গিয়ে ব্যাটারিচালিত একটি ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলেই ওই ইজিবাইকের চালক ও এক পথচারী নিহত হন।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত দু’টি গাড়ি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে কাভার্ডভ্যান চালক পলাতক রয়েছে বলেও জানান ওসি।

–ইউএনবি