জেলা প্রতিনিধি:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ট্রাকচাপায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। রবিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯ টার সময় উপজেলার লালবাগ রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুল আলম রিপন সদর দক্ষিণ থানার ২২ নং ওয়ার্ডের শ্রীমন্তপুর এলাকার হাজী রেসমত আলীর ছেলে। তিনি কুমিল্লা মহানগর ২২ নং ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এসআই) কাজী খোরশেদ আলম বলেন, লালবাগ রাস্তার মাথায় অজ্ঞাতনামা একটা ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
পারিবারিক অনুরোধে নিহতের মরদেহ ময়নাতদন্ত না করে আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
আরও পড়ুন
মাস্টার প্যারেডে ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানান— পুলিশ কমিশনার
কৃষকের ৯ টাকার বেগুন হাত বদলে বিক্রি হচ্ছে ২৫ টাকায়
কোম্পানীগঞ্জে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২৫ শিশু-কিশোর