কুমিল্লার বুড়িচং উপজেলার হায়দ্রাবাদনগর সীমান্তে বুধবার রাতে স্থানীয় একটি পত্রিকার ৩০ বছর বয়সী এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মহিউদ্দিন সরকার নাঈম ‘দৈনিক কুমিল্লার ডাক’ পত্রিকার প্রতিবেদক।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জানায়, জেলার সীমান্তবর্তী এলাকায় দুই গ্রুপের মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের সময় নাঈম গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয় লোকজন নাঈমকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুড়িচং থানার ওসি (তদন্ত) মাকসুদ বলেন, নাইম কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি
—ইউএনবি।
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ