January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 2nd, 2021, 6:45 pm

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪

ছবি: সংগৃহীত

কুমিল্লায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছে। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলা কাঁচি ও সদর উপজেলা কালাকচুয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মনোহরগঞ্জ উপজেলার সাকচাইল গ্রামের রুহল আমীন, তার স্ত্রী সেলিনা আক্তার, একই এলাকার কলেজ ছাত্রী মায়মুনা আক্তার এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লিটন মিয়া।

লালমাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান জানান, মঙ্গলবার বেলা ১১ টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কাঁচি এলাকায় নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহন ও একইমুখী হিমাচল পরিবহনের দুটি বাস একে অপরকে ওভারটেক করতে গিয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। এসময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত অটোরিকশা চালক খোকন মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে ময়নামতির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়ায় পত্রিকাবাহী একটি গাড়ির সাথে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসের চালক লিটন মিয়া মারা যায়।

মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

–ইউএনবি