কুমিল্লার বুড়িচংয়ে প্রাইভেটকার চাপায় দুই শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- বুড়িচং উপজেলার শাহদৌলতপুর এলাকার কামাল হোসেনের ছেলে রবিউল হোসেন (১৬) ও একই এলাকার বিল্লাল হোসেনর ছেলে মো. আনিস (৫)।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, সেলুনে চুল কেটে মহাসড়ক পার হয়ে বাড়ি যাওয়ার পথে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে রবিউল হোসেন নিহত হয়। হাসপাতালে নেয়ার পথে আনিস মারা যায়। লাশ উদ্ধার করেছে পুলিশ।
এই ঘটনার পর প্রাইভেটকারসহ চালককে আটক করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
—ইউএনবি
আরও পড়ুন
দেশে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার: নাহিদ ইসলাম
এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ভুলে ‘স্যার’ ডেকে ধরা
যৌন নির্যাতনের কারণে নিখোঁজের ২১ দিন পর কিশোরী রিতু পিবিআই হেফাজতে