December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 18th, 2021, 12:49 pm

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

কুমিল্লা সদর দক্ষিণে বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। ঢাকামুখী শ্যামলী পরিবহনের একটি বাস ইউটার্ন নেওয়ার সময় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৭ জুন) দিনগত রাত তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ এলাকার জোকানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার এসআই আব্দুর রহমান। নিহতরা হলেন, ঢাকার সিটির খিলগাঁও তালতলা এলাকার মিরাজ হোসেন (১৮), রামপুরা এলাকার বেলাল হোসেন (৩৫) এবং লক্ষ্মীপুর জেলার হামন্দী এলাকা ফখরুল আলম দুলাল (৫২) (চালক)।

পুলিশ জানায়, বাস ও প্রাইভেটটি জব্দ করা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের মরদেহ বুঝিয়ে দেয়া হবে।