অনলাইন ডেস্ক :
কুমিল্লার নাঙ্গলকোটে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রায় অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতদের মধ্যে ৩৮ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাঙ্গলকোট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা দেব দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, আগামী শনিবার বিরুলিয়া গ্রামে শীতকালীন মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আনোয়ার হোসেন তার বাড়িতে বেলুনে গ্যাস দিচ্ছিলেন। এসময় গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় ৪১ জন আহত হয়েছেন।
লাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবদাস দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪১ জন আহত হয়েছেন। এর মধ্যে তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
হঠাৎ কক্সবাজারে পরীমণি! কাকে দিলেন সারপ্রাইজ?
৭৫ কোটির গ্যাসের বকেয়া কমে এখন ২৪ কোটি ডলারে
হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’