January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 12th, 2022, 7:42 pm

কুমিল্লায় ভারতের দেয়া লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর

ফাইল ছবি

কুমিল্লায় ভারত সরকার ও জনগণের উপহার দেয়া একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে।
বুধবার দুপুরে জেলার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত।
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয় উল্লেখ করে ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ বলেন, কোভিড-১৯ প্রতিরোধসহ জনকল্যাণে অ্যাম্বুলেন্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভারতের প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছে।
বাংলাদেশে শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় আনার প্রশংসা করে তিনি বলেন, স্বাস্থ্য খাতে ভারত সব সময় বাংলাদেশকে সহযোগিতা করে আসছে এবং তা আগামী দিনেও অব্যাহত থাকবে।

—ইউএনবি