কুমিল্লার গৌরীপুর বাজারে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার রাতে র্যাব-১১ এর একটি দল তাদেরকে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে।
এ সময় হত্যাকারীদের ব্যবহৃত বোরকা ও কয়েকটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- তিতাস উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম সোহেল শিকদার, মো. ইসমাইল ও শাহ আলম।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে তিতাস উপজেলার যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন দুর্বৃত্তের হাতে খুন হয়।
এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ সাত-আটজন অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার অপর ছয় আসামির মধ্যে পাঁচজন নেপাল, সৌদি, আরব, ভারত ও বাংলাদেশে পলাতক রয়েছে।
র্যাবের জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়। আসামিদের আদালতে হাজির করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় র্যাব-১১ এর এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা কুমিল্লা র্যাব কার্যালয়ে সাংবাদিদের কাছে এসব তথ্য জানান।
—-ইউএনবি
আরও পড়ুন
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ