কুমিল্লার বুড়িচংয়ে গুলিবিদ্ধ হয়ে এক সাংবাদিক নিহতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গ্রেপ্তার আসামিরা হলেন-মো. ফরহাদ মৃধা (৩৮) ও মো. পলাশ মিয়া (৩৪)। তবে অন্য দুজনের পরিচয় জানাননি তিনি।
এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওসি।
এর আগে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদনগর সীমান্তে বুধবার রাতে মাদক কারবারিদের গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নামে এক সাংবাদিক নিহত হন। তিনি স্থানীয় ‘কুমিল্লার ডাক’ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় বৃহস্পতিবার নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকারের মা নাজমা আক্তার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মো. রাজুকে (২৪)।
—ইউএনবি
আরও পড়ুন
নড়াইলে শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেপ্তার ৪
খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন
বাংলাদেশের রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি গনমুখী দল। -আতিকুর রহমান মুজাহিদ