কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে স্বামী-স্ত্রী দু’জনেই নিহত হন এবং অপর ১৫ ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে শনিবার রাত সাড়ে ১০ টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর এলাকায়। নিহত স্বামী-স্ত্রী দু’জন হলেন- আদর্শ সদর উপজেলার রতœাবতি গ্রামের আবু সাঈদ (৫০) ও রুবি আক্তার (৪২) এরা দু’জনে স্বামী-স্ত্রী।
ময়নামতি হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক এমরান হোসেন বাসসকে জানান, ঢাকা থেকে কোম্পানীগঞ্জগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ময়নামতিগামী যাত্রীবাহী সিএনজি চালিত একটি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহত দু’জনের লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাস ও সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে এবং বাসের আহত ১৫ যাত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসেবার জন্য পাঠানো হয়েছে ।
–বাসস
আরও পড়ুন
এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন