November 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 21st, 2025, 6:57 pm

কুমিল্লা ইপিজেডে ভূমিকম্প আতঙ্কে অজ্ঞান ৮০ নারী শ্রমিক

 

কুমিল্লা এক্সপোর্ট প্রসেসিং জোনে (ইপিজেড) ভূমিকম্পের আতঙ্কে অন্তত ৮০ জন নারী শ্রমিক অজ্ঞান হয়ে পড়েছিলেন।

হঠাৎ দৌড়াদৌড়ি ও চাপে ৫ জন শ্রমিক আহত হন। ঘটনার পরপরই ইপিজেডের ভেতর বেপজা মেডিকেল সেন্টারে ৫০ জন নারী শ্রমিককে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৩০ জন চিকিৎসা নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম। তিনি জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই বেন্ডিজসহ আরও কয়েকটি কারখানার নারী কর্মীরা আতঙ্কে বাইরে বের হতে গিয়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন।

তিনি বলেন, “গুরুতর আহত কেউ নেই। সবাই প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন।”

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর আহমেদ জানান, হাসপাতালটিতে অন্তত ৩০ জন নারী শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হঠাৎ ভূমিকম্পের কারণে সৃষ্ট আতঙ্কে বড় ধরনের বিপদ এড়ানো গেলেও পুরো ইপিজেড এলাকায় কয়েক ঘণ্টা চরম উৎকণ্ঠা বিরাজ করে।

এনএনবাংলা/