January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 15th, 2022, 9:26 pm

কুমিল্লা সিটিসহ অন্যান্য স্থানীয় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন, পাঁচটি পৌরসভা ও বিভিন্ন জেলার ১২০টির বেশি ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের সার্বিক মতামত হলো একটি সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।’
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিইসি।
তিনি বলেন, তারা সিসি ক্যামেরা ও টেলিভিশনের মাধ্যমে যথাসম্ভব নির্বাচন পর্যবেক্ষণ করেছেন এবং সকাল থেকেই নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ দেখতে পেয়েছেন এবং কোনো ধরনের সহিংসতা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, ‘আমরা ভোটারদের কাছ থেকে কোনো অভিযোগ শুনিনি।’
প্রাথমিক তথ্য অনুযায়ী ভোটার উপস্থিতি প্রায় ৬০ শতাংশ বলে জানান সিইসি।
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে হাবিবুল আউয়াল বলেন, কমিশন পর্যবেক্ষণ করেছে যে ইভিএম দিয়ে ভালোভাবে নির্বাচন হয়েছে; যদিও কেউ কেউ অভিযোগ করেছেন তারা মেশিনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগে সমস্যায় পড়েছেন।
তিনি বলেন, ‘কয়েক জন ভোটার বলেছেন তারা ইভিএম নিয়ে কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছেন। আমরা লক্ষ্য করেছি যে কিছু ভোটার বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা সমস্যার সম্মুখীন হয়েছেন। তবে ইভিএমের মাধ্যমে সার্বিক নির্বাচন ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে।’
নির্বাচনের স্বচ্ছতার বিষয়ে সিইসি বলেন, ভোট যাতে স্বচ্ছভাবে হয় সেজন্য আমরা কঠোর অবস্থান নিয়েছি।
ইভিএমে ধীরগতিতে ভোট দেয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, যারা মেশিনে ভোট দিতে অভ্যস্ত নন তাদের বুঝতে সময় লেগেছে। ‘কিন্তু যারা এতে অভ্যস্ত তারা ইভিএমে ভোট দিতে মাত্র ১৫-২০ সেকেন্ড সময় নেয়।’

—-ইউএনবি