Wednesday, December 13th, 2023, 9:47 pm

কুমিল্লা সিটি মেয়র রিফাত আর নেই

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) মেয়র আরফানুল হক রিফাত আর নেই।

বুধবার(১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার।

২০২২ সালের ১৫ জুন অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুকে পরাজিত করে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত।

—-ইউএনবি