কুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি মো. আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার (৯ জুন) সকাল সাড়ে ৮টায় উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. আনোয়ার হোসেন বাকশীমুল ইউনিয়নের মীরপুর গ্রামের মরহুম চারু মিয়ার ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল করিম বলেন, জামতলা সীমান্তে বিএসএফের গুলিতে মো. আনোয়ার হোসেন নিহত হয়েছেন। তার লাশ কাটাতার সংলগ্ন এলাকায় রয়েছে।
আনোয়ার হোসেন ভারতীয় সীমান্তে অবৈধভাবে চিনি আনতে গিয়েছিলেন বলেও চেয়ারম্যান আবদুল করিম জানান।
এদিকে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, পতাকা বৈঠকের মাধ্যম লাশ হস্তান্তরের বিষয়ে আলোচনা চলছে।
—-ইউএনবি
আরও পড়ুন
প্রীতির হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ
ঋতাভরীকে নিয়ে পাপুয়া নিউগিনির প্রথম অস্কার যাত্রা
বিকেএসপি’র ৩৫ তম ব্যাচের অভিনব বিদায়