April 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, March 22nd, 2025, 11:40 am

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) ভুল চিকিৎসায় পারুল বেগম (৫২) নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলায় কর্মরত চার সাংবাদিক।

শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে একদল ইন্টার্ন চিকিৎসক এ হামলা করেছেন বলে অভিযোগ করেছেন আহত সাংবাদিকরা।

আহতরা হলেন- বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম চৌধুরী খোকন, যমুনা টিভির ক্যামেরা পার্সন সাকিব, চ্যানেল ২৪ এর কুমিল্লা প্রতিনিধি জাহিদুর রহমান এবং ক্যামেরা পার্সন ইরফান। এ সময় হামলাকারীরা তাদের মারধর করে ক্যামেরা ও মোবাইল ফোন ভেঙে ফেলেন। ঘটনার পর ইন্টার্ন চিকিৎসক ও বেশকিছু শিক্ষার্থী হাসপাতাল চত্বরে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১২টার দিকে আহত সাংবাদিকদের উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

যুমনা টিভির সাংবাদিক রফিকুল ইসলাম খোকন বলেন, ‘রাত ১১টার দিকে ভুল চিকিৎসায় একজন নারীর মারা যাওয়ার খবর শুনে হাসপাতালে যাওয়ার পর ইন্টার্ন চিকিৎসকরা অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায় ও ক্যামেরা ভাঙচুর করেন। এর আগেও বেশ কয়েকবার আমরা সংবাদ সংগ্রহ করতে গেলে আমাদের ওপর হামলা চালায় ইন্টার্ন চিকিৎসকরা। কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।’

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদুর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। মুঠোফোনে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম বলেন, আমরা এ নিয়ে জরুরি মিটিংয়ে বসেছি। কেন এই ঘটনা তা জেনে বিষয়টি মীমাংসা করা হবে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছেন। তাদের জেনারেল হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এদিকে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন কুমিল্লার সাংবাদিক নেতৃবৃন্দ। কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, সাংবাদিকদের ওপর হামলা খুবই দুঃখজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। জড়িতদের আইনের আওতায় আনা না হলে আমরা কঠোর কর্মসূচি দেব।

কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মীর শাহ আলম বলেন, সবাইকে যার যার দায়িত্ব পালন করতে দিতে হবে। কর্মক্ষেত্রে সবাই যেন দায়িত্বশীল আচরণ করেন। হামলায় জড়িত চিকিৎসকদের শাস্তি দাবি করছি।