হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার প্রভাবে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে ঢাকায় অবতরণের কথা থাকা বিদেশগামী আটটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে নামতে বাধ্য হয়েছে।
ঘন কুয়াশার কারণে ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ করতে না পেরে চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাগিব সামাদ। তিনি জানান, ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে তিনটি চট্টগ্রাম, চারটি কলকাতা এবং একটি ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করেছে। তবে কোন কোন দেশ থেকে ফ্লাইটগুলো আসছিল—সে বিষয়ে তিনি নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সকাল ১১টার দিকে এক বিজ্ঞপ্তিতে জানায়, ঘন কুয়াশার কারণে নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে।
আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট অপারেশন ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে জানানো হয়। পাশাপাশি বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের জন্য প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা দিচ্ছে সংশ্লিষ্ট এয়ারলাইন কর্তৃপক্ষ।
এনএনবাংলা/

আরও পড়ুন
আ.লীগ ভুল স্বীকার না করলে জনগণ ক্ষমা করবে না: শফিকুল আলম
খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল: কেউ করছেন দোয়া, কারও চোখে পানি
৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের