October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 5th, 2025, 2:29 pm

কুরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ শিক্ষার্থী গ্রেফতার

 

রাজধানীর ভাটারা এলাকা থেকে কুরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) গভীর রাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম অপূর্ব পাল। তিনি বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী হলেও কোন বিভাগে পড়েন তা জানা যায়নি।

পুলিশ জানায়, শনিবার দুপুরে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কুরআন অবমাননাকর কিছু ভিডিও পোস্ট করা হয়। দ্রুতই ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকে অনলাইনে অভিযুক্তের শাস্তির দাবি জানান।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাতে একদল ছাত্র ও স্থানীয় জনতা অপূর্বের বাসার সামনে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানান, জনতার মারধরে আহত শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এনএনবাংলা/