December 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 9th, 2025, 7:08 pm

কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

oplus_0

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায় ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার পূর্বে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করে বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।

কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে ও মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ও কমিটির সম্পাদক মোঃ ফয়জুর রহমান ছুরুকের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, আজকের তরুণ প্রজন্মরাই আগামী দিনে দুর্নীতিমুক্ত দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হবে। আমরা সবাই যার যার অবস্থান থেকে তাদেরকে সহযোগিতা করে যাবো। তিনি বলেন, দুর্নীতি শুধু সরকারি খাতে সীমাবদ্ধ নয়, এটি বেসরকারি সেক্টর ছাড়াও সমাজের সর্বস্তরে বিদ্যমান। দায়িত্বে অবহেলাও এক ধরনের দুর্নীতি। তাই দুর্র্নীতি প্রতিরোধে প্রয়োজন সকলের আন্তরিক সততা ও দেশপ্রেম। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, দুর্নীতির বহু রূপ রয়েছে। ভবিষ্যতে তা বোঝার জন্য সমাজের সবাইকে সচেতন করতে দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। এছাড়া প্রত্যেক শিক্ষার্থীকে আগামী দিনে দেশ পরিচালনায় নিজেদের দুর্নীতমুক্ত রেখে সমাজের জন্য কাজ করে যাবার আহবান জানান তিনি।  অনুষ্ঠানে বিশেষ অতিথির