জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান আলমের একটি বাস্তবধর্মী কবিতার বই আমার ভাবনা এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর রোববার দুপুরে আমতৈল হযরত শাহ সর্দার মুহাম্মদ(রহঃ) মাহফিল বাস্তবায়ন কমিটির আয়োজনে আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
আমতৈল হযরত শাহ সর্দার মুহাম্মদ(রহঃ) মাহফিল বাস্তবায়ন কমিটির উপদেষ্টা সাংবাদিক মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সভাপতি সাহেদুর রহমান কিরনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক কবি ও লেখক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি রওফুর রাজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ ছিদ্দিক আলী। বক্তব্য দেন আমার ভাবনা কবিতার বই এর লেখক শাহজাহান আলম। লেখক বলেন, যতগুলো কবিতা তুলে ধরেছি সবগুলো বাস্তবতার উপর ভিত্তি করে। কোনো কিছু কাল্পনিক নয়। বইটিতে নিজ গ্রাম, মসজিদ, মাদরাসা, বিদ্যালয়, শিক্ষকতা, রাজনীতি নতুন প্রজন্ম ইত্যাদি সম্পর্কে কবিতা চয়ন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিয়াজি বাড়ি পাঞ্জেগানা মসজিদের ইমাম হযরত মাওলানা আব্দুল আহাদ রেনু। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিল্পবী যুবসংগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন লিটন,শিক্ষার্থী মোঃ মাহফুজুর রহমান লোবাব।
এসময় উপস্থিত ছিলেন হযরত শাহ সর্দার মুহাম্মদ(রহঃ) মাজার মসজিদের ইমাম হাফিজ মনসুর আহমদ, আমতৈল হযরত শাহ সর্দার মুহাম্মদ (রহঃ) মাহফিল বাস্তবায়ন কমিটির সাংগঠনিক সম্পাদক সজিব আহমদ,সদস্য ইমাদ উদ্দিন, মারজান উদ্দিন আরিফ, শাহরিয়ার নাফিস, সৈয়দ সিয়াম, মাহদি ইসলাম শাফি, নাজমুস সিয়াম প্রমুখ।
আরও পড়ুন
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা
কুলাউড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন
কুড়িগ্রামে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ