August 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 13th, 2025, 8:51 pm

কুলাউড়ায় উপজেলা ছাত্রলীগ নেতা সুয়েব গ্রেফতার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদুল ইসলাম সুয়েব (৩২) কে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা ছাত্রলীগ নেতা সুয়েবকে ১৩ আগস্ট বুধবার দুপুরে কুলাউড়া থানার ওসি ওমর ফারুকের নেতৃত্বে এসআই মোহিতসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকেই গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা সুয়েব হাজীপুর ইউনিয়নের মৃত আব্দুল বারীর ছেলে। বিগত সময়ে ছাত্রলীগ নেতা সুয়েব এলাকায় অনেক অপকর্ম  করেছেন বলে অভিযোগ  রয়েছে।  কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ছাত্রলীগ নেতা সুয়েবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার মামলা রয়েছে। গোপন সংবাদ পেয়ে আমরা দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করি। পলাতক থাকা বাকি আসামীদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।