জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়ায় সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেনের উদ্যোগে ৯টি ভূমিহীন পরিবারকে খাস জমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে এসব পরিবারের হাতে জমির দলিল হস্তান্তর করা হয়।
প্রতিটি পরিবারকে ১০ শতক করে খাস জমি দেওয়া হয়েছে। উপকারভোগী পরিবারগুলো হলেন- ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া মৌজার গিতাংশু দাস, ঝষিকেশ দাস, সুশীল দাস; টিলাগাঁও ইউনিয়নের লংলা টি.ই মৌজার ওয়ারিছ মিয়া, মো. আকবর উদ্দিন, মো. মিছবাহ উদ্দিন এবং কর্মধা ইউনিয়নের মুরইছড়া টি.ই মৌজার মো. মিছবাহ উদ্দিন, আব্দুল মুতলিব ও মো. সিদেক আলী।
সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, প্রকৃত ভূমিহীনদের যাচাই-বাছাই করে সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের খাস জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত