জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার আয়োজনে কমল হাউস প্রকল্পের ১১তম ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘরের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ড. সাইফুল আলম চৌধুরী।
অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বহির্বিশ^ জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আলী, কমল হাউস বাস্তবায়ন প্রকল্পের আহবায়ক ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কমর উদ্দিন জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও প্রকল্পের সদস্য সচিব আতাউর রহমান আতা, বহির্বিশ^ জাতীয়তাবাদী ফোরামের সাজাদ্দুর রহমান সাজু, রিপন মজুমদার। এসময় উপস্থিত ছিলেন বহির্বিশ^ জাতীয়তাবাদী ফোরামের নেতা শাহীন খাঁন, হাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফারুক আহমদ পান্না, সাবেক সাধারণ সম্পাদক জুবেদ আলম, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আহরারুজ্জামান আহরার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারী, হাজীপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মাসুদ আহমদ নীরব প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বহির্বিশ^ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ড. সাইফুল আলম চৌধুরী বলেন, ২০১৯ সালে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা বিশে^র বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদের নিয়ে গঠন করা হয় বহির্বিশ^ জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া। সংগঠনটি প্রতিষ্ঠার পর বিগত করোনা মহামারি, বন্যাসহ সকল দূর্যোগে মানুষের কল্যাণে কাজ করেছে। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাক নাম হলো কমল। তাঁর স্মৃতি ধরে রাখার জন্য “কমল হাউস” নামে একটি আবাসন প্রকল্প চালু করা হয়েছে। স্থায়ীভাবে মানুষের কল্যাণে কাজ করার জন্য এখন পর্যন্ত কুলাউড়া উপজেলার দশটি ইউনিয়নে দশটি ঘর তৈরি করে দেয়া হয়েছে। ১১তম ঘর হাজীপুর ইউনিয়নে বিএনপির নিবেদিত কর্মী আব্দুস শহীদকে তৈরি করে দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতেও বিএনপির নিবেদিত অস্বচ্ছল কর্মীদের ঘর তৈরি করে দেয়া হবে। এই মহৎ কাজে বহির্বিশ^ জাতীয়তাবাদী ফোরামের সকল সদস্যরা আর্থিক সহযোগিতা করার কারণে কমল হাউস প্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে। আগামীতেও যেকোনো দূর্যোগে এই সংগঠনটি তাদের সেবামূলক কার্যক্রম সবসময় অব্যাহত রাখবে।
দোয়া পরিচালনা করেন বহির্বিশ^ জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আলী। এসময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্থভাবে স্বদেশ প্রত্যাবর্তন করার জন্য দোয়া করা হয়। উল্লেখ্য, হাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক অস্বচ্ছল ব্যক্তি আব্দুস শহিদকে ‘কমল হাউস’ নামে নতুন ঘর তৈরি করে দেয়া হচ্ছে। ঘর পেয়ে বহির্বিশ^ জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপকারভোগী আব্দুস শহীদ।

আরও পড়ুন
কুলাউড়ায় ভারতীয় সিগারেট জব্দ
স্বাধীনতাবিরোধীরা সাধারণ ক্ষমার মর্যাদা দিতে জানেনি: এ্যানি চৌধুরী
জাপানে বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন (BLAJ) প্রতিষ্ঠিত: নাসিরনগরের কৃতিসন্তান সাইফুল সভাপতি নির্বাচিত