October 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 14th, 2025, 7:09 pm

কুলাউড়ায় কোটি টাকা মূল্যের জাল টাকা, নকল পিস্তলসহ গ্রেপ্তার -১

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া থেকে বিপুল পরিমাণ জাল টাকা, ৫টি নকল বিদেশী পিস্তল এবং নকল গুলিসহ মোক্তাদির আলী রিপন নামে একজন কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেপ্তারকৃত মোক্তাদির উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সম্মান এলাকার বাসিন্দা তৈয়ব আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার পৃথিমপাশা সম্মান এলাকায় কারবারী মোক্তাদির আলী রিপনের বাসায় বিপুল পরিমান দেশি-বিদেশি জাল নোট এবং আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এবং সদর কোম্পানি, সিলেট এর যৌথ আভিযানিক দল ১৩ অক্টোবর গভীর রাতে মোক্তাদিরের বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে বসত ঘরের ওয়ারড্রাব থেকে আনুমানিক ৩০ লক্ষ টাকা মূল্য মানের দেশী এবং প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যের বিদেশী নোটসহ মোট প্রায় ১ কোটি টাকা মূল্যমানের দেশি-বিদেশি জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া ওই বাসা থেকে আসল সদৃশ ৫টি নকল বিদেশী পিস্তল এবং নকল ৮ রাউন্ড গুলি উদ্ধারসহ অভিযুক্ত মোক্তাদির আলী রিপনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোক্তাদির জানায়, বিগত তিন মাস যাবত বিভিন্ন সরবরাহকারী থেকে অনলাইনের মাধ্যমে উদ্ধারকৃত নকল পিস্তল ও জাল টাকা ক্রয় করে অনলাইনে আগ্রহী জনসাধারনের কাছে বিক্রয় করে আসছে। প্রথমিকভাবে সে ভিডিও কলের মাধ্যমে নকল টাকা ও অস্ত্র দেখিয়ে আসল বলে বিশ্বাসযোগ্যতা অর্জন করতো। পরবর্তীতে কিছু ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে নকল অস্ত্র ও জাল টাকা সরবরাহ করলেও বেশিরভাগ ক্ষেত্রে নকল কুরিয়ার ডেলিভারি স্লিপ অনলাইনে প্রদর্শন করে অগ্রিম টাকা নিয়ে ফোন বন্ধ করে দিত। এভাবে প্রতারণার মাধ্যমে সে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিতো বলে স্বীকার করেছে। তার দেওয়া তথ্য মতে নকল অস্ত্র সরবরাহকারী ও জাল টাকা প্রস্তুতকারীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহীদুল ইসলাম সোহাগ গণমাধ্যমকে জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামী মোক্তাদিরের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, র‌্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী মোক্তাদিরকে বুধবার সকালে আদালতের জেলহাজতে প্রেরণ করা হবে।