জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চাকুরী জাতীয়করণের দাবিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ২৫ জুলাই মঙ্গলবার এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন। উপজেলা ৩২টি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ মানব বন্ধন কর্মসূচিতে অংশ নেন। কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ, প্রধান শিক্ষক মো. সাহিদুর রহমান, প্রধান শিক্ষক মো. আব্দুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুর রহমান ও কোষাধ্যক্ষ মো. জিয়াউর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষামন্ত্রীর সম্প্রতিককালের বক্তব্য দেশের শিক্ষা ও বর্তমান আন্দোলন পরিপন্থী। অবিলম্বে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে সরকারিকারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
আরও পড়ুন
সুচিত্রা সেনের ১১তম প্রয়াণ দিবস পালন
কোম্পানীগঞ্জে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
ব্রাজিল দূতাবাসের সাথে রংপুর চেম্বার নেতৃবৃন্দের মত বিনিময় সভা